কম্পিউটারের Keyboard- এর উপরে ১২টি বাটন, F1, F2, F3,............F12 ফাংশন কি নামে পরিচিত। প্রতিটি বাটনের রয়েছে আলাদা আলাদা গুরুত্ব বা গুন। নিচে এগুলোর বর্ণনা দেওয়া হল-
* F1 :
সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয়। F1 কি চাপা হলে প্রত্যেক প্রোগ্রামেরই Help Page চলে আসে।
* F2 :
সাধারণত কোনো File/Folder Rename করার জন্য Use করা হয়। "Alt+Ctrl+F2" চাপ দিলে Document Microsoft Word Open হয়।
* F3 :
এটি চাপলে Microsoft Windows- সহ অনেক প্রোগ্রামের Search Option চালু হয়। Windows Command- এ এটি চাপ দিলে পূর্বের Command- টির পুনরাবৃত্তি ঘটে।
* F4 :
Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। এছাড়া Alt+F4 চেপে Turn Off Option আনা যায়।
* F5 :
আপনার পিসি একবার Refresh করে F5 কি চেপে রাখলে PC বারবার Refresh হতে থাকবে। Microsoft PowerPoint- এর Slide Show Start করা যায়।
* F6 :
এটি চেপে Mouse- এর Courser-কে Internet Browser
(Explore/Mozilla Firefox)- এর Address Bar- এ নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে Microsoft Word Document- এ খোলা অন্য Document- টি সক্রিয় করা হয়।
* F7 :
এটি চেপে Microsoft Word- এ লেখা বানান ও Grammar ঠিক করা হয়। Mozilla Firefox- এর Caret Browsing চালু করা হয়।
* F8:
কি টি Operating System চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত Windows Safe Mode- এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।
* F9 :
কি টি চেপে Quark 5.0 এর Measurement Toolbar Open করা হয়।
* F10 :
কি টি চেপে Internet Browser বা কোনো Open Window Menu bar নির্বাচন করা হয়। এটি চেপে CMOS Setup- এ প্রবেশ করা যায়।
* F11 :
কি টি চেপে Internet Browser- এর Full screen Mode On/Off করা হয়। Ctrl+F11 দিলে Dell কম্পিউটারের "Hidden Recovery
Partition" চালু হয়।
* F12 :
কি টি চেপে Microsoft Word- এর Save as Window Open করা হয়। "Ctrl+Shift+F12" চাপলে Mircosoft Word- এর Document Print হয়।