রান থেকে সরাসরি প্রবেশ করুন বিভিন্ন Command-এ
উইন্ডোজ অপারেটিং সিষ্টেমে রান থেকে সরাসরি কোনো কাজ বা কোনো প্রোগ্রাম চালু করা যায়। এমন কিছু নির্দেশনা নিচে দেওয়া হলো।
- calc লিখলে Calculator খুলবে।
- firefox লিখলে Firefox খুলবে।
- photoshop লিখলে Photoshop খুলবে।
- cmd লিখলে cmd.exe খুলবে।
- notepad লিখলে Notepad খুলবে।
- OSK পর্দার (On-Screen) Keyboard খুলেব।
- fonts লিখলে fonts দেখা যাবে।
- chkdsk
disk ব্যবস্থানার জন্য।
- taskmgr লিখলে Task Manager খুলবে।
- regedit লিখলে Registry
Editor খুলবে।
- dfrg.msc লিখলে Disk
Defragmenter চালু হবে।
- dxdiag লিখলে Computer All
Information দেখা যাবে।
- cleanmgr লিখলে Computer Disk
Clean করার জন্য।
- control mouse; Mouse নিয়ন্ত্রনের জন্য।
- control keyboard; Keyboard নিয়ন্ত্রনের জন্য।
- control printers; Printer নিয়ন্ত্রনের জন্য।
- control
folders; Folder Setting- র জন্য।
- diskmgmt.msc;
হার্ডডিক্সের জায়গা ব্যবস্থাপনার জন্য।
- hdwwiz.cpl; Hardware ব্যবস্থানার জন্য।
- appwiz.cpl; Software Install & Remove করার জন্য।
- control admintools; Administration ব্যবস্থানার জন্য।
- compmgmt.msc; Computer- এর বিভিন্ন অংশ ব্যবস্থানার জন্য।
- control desktop;
Desktop ব্যবস্থানার জন্য।
- gpedit.msc; Windows- এর বিভিন্ন Option সক্রিয় ও নিষ্ক্রিয় করার জন্য।
- logoff; Computer Log Off হবে।
- shutdown;
Computer Shut Down হবে।