মাদারবোর্ড এর সিডি নষ্ট বা নেই Don't Worry...............

অনেক সময় আমাদের অসাবধানতার কারনে আমদের পিসির ড্রাইভার সিডি হারিয়ে ফেলি অথবা নষ্ট হয়ে যায়। তখন ড্রাইভার এর জন্য অনেক খোজাখোজি করি। 
তাই এখন থেকে আপনাদের আর ড্রাইভার খুজতে হবে না। মাত্র ৩০০ কেবির একটি সফটওয়্যার ডাউনলোড করে আপনার প্রয়োজনীয় ড্রাইভার গুলা খুজে পাবেন। সফটওয়্যার টির নাম 3DP chip আপনার প্রয়োজন হলে নীচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন। 
ডাউনলোড করা শেষ হলে সফটওয়্যার টীতে ডাবল ক্লিক করে অপেন করুন। এখন নীচের মত সফটওয়্যার টি অপেন হবে।
 
এখন আপনার কাজ শুদু আপনার যে ড্রাইভার টি দরকার সেটি তে ক্লিক করা। ক্লিক করার সাথে সাথে আপনার ইন্টারনেট ব্রাউজার অপেন হবে, কিছু সময় পর আপনার কাঙ্কিত ড্রাইভার পেয়ে যাবেন। এরপর আপনার WINDOWS VERSON সিলেক্ট করে ডাউনলোড করুন।