সফটওয়্যার দিয়ে ঘরের মশা-মাছি তাড়ান


মশার জ্বালায় অতিষ্ট। ঘুমানোর সময় মশার গান শুনতে অতিষ্ট কিংবা মাছির ভন-বন আওয়াজ শুনে বিরক্ত?? আর কোন চিন্তা নেই এসে গেছে মশা-মাছি তাড়ানোর সহজ উপায়।
এই সফটওয়্যারটি ১৬০০০ হার্জ থেকে ২০০০০ হার্জ পর্যন্ত শব্দ ৎপন্ন করে করে যা মানুষের শ্রবনে তেমন একটা সমস্যা হয়না, কিন্তু মশা-মাছি যারা পাখার সাহায্যে উড়ে তাদের উড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এই শব্দ। এই শব্দ চলাকালীন রুম বদ্ধ থাকলে ভাল উপকার পাওয়া যায়। সফটওয়ারটি ইন্সটল সোজা। ডাবল ক্লিক করে ইন্সটল করার পর ডেস্কটপ থেকে আইকন ক্লিক করে সফটওয়ারটি চালু করে ডানকোনায় আইকন মাউস ক্লিক করলে চালু হয়ে যাবে। প্রয়োজনীয়তা অনুযায়ী শব্দের মাত্রা বাড়ানো কমানো-বাড়ানো যায়।



*সতর্কতাঃ একটানা এই চালানো থাকলে তা শ্রবনশক্তিতে মারাত্মক প্রভাব পড়তে পারে তাই একটানা না চালিয়ে কিছুক্ষন চালিয়ে তারপর বন্ধ করে দেয়া উচিত