মশার জ্বালায় অতিষ্ট। ঘুমানোর সময় মশার গান শুনতে অতিষ্ট কিংবা মাছির ভন-বন আওয়াজ শুনে বিরক্ত?? আর কোন চিন্তা নেই এসে গেছে মশা-মাছি তাড়ানোর সহজ উপায়।
এই সফটওয়্যারটি ১৬০০০ হার্জ থেকে ২০০০০ হার্জ পর্যন্ত শব্দ উৎপন্ন করে করে যা মানুষের শ্রবনে তেমন একটা সমস্যা হয়না, কিন্তু মশা-মাছি যারা পাখার সাহায্যে উড়ে তাদের উড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এই শব্দ। এই শব্দ চলাকালীন রুম বদ্ধ থাকলে ভাল উপকার পাওয়া যায়। সফটওয়ারটি ইন্সটল ও সোজা। ডাবল ক্লিক করে ইন্সটল করার পর ডেস্কটপ থেকে আইকন ক্লিক করে সফটওয়ারটি চালু করে ডানকোনায় আইকন এ মাউস ক্লিক করলে চালু হয়ে যাবে। প্রয়োজনীয়তা অনুযায়ী শব্দের মাত্রা বাড়ানো কমানো-বাড়ানো যায়।
*সতর্কতাঃ একটানা এই চালানো থাকলে তা শ্রবনশক্তিতে মারাত্মক প্রভাব পড়তে পারে তাই একটানা না চালিয়ে কিছুক্ষন চালিয়ে তারপর বন্ধ করে দেয়া উচিত।