Windows-র সমস্যা দূর করতে Soluto


পিসি’র বিভিন্ন ধরণের সমস্যা সমাধান করে দ্রুততম সময়ে পিসি ব্রাউজিংয়ের সুবিধা দিতে রয়েছে Soluto। মূলত তিনটি ক্ষেত্রে এটি জোর দিয়ে কাজ করে-বুট টাইম কমানো, ওয়েব ব্রাউজিং গতিশীল করা এবং Program ক্র্যাশ থেকে System কে সুরক্ষিত রাখা। 


Soluto Install করার সাথে সাথেই System একবার Restart দিয়ে নিতে হয়। System Restart দিলেই Soluto  System-র যাবতীয় তথ্য ধারণ করে নেয় নিজের System-র মধ্যে। পরবর্তীতে যেকোন ধরণের কাজের জন্য এই তথ্যগুলোর তুলনামূলক বিশ্লেষণ থেকেই সে পিসি’র অবস'া নিরূপন করে থাকে। Boot Time কমাতে অর্থাৎ, পিসি চালু করতে যে সময় প্রয়োজন, তা কমাতে এটি পিসি’র Start-Up Program ব্যবস'াপনার কাজটি করে থাকে চমৎকারভাবে। যেসব Start-Up Program পিসি’র Boot Time বাড়িয়ে দেওয়ার জন্য দায়ী, সেসব Program কে এটি স্বয়ংক্রিয়ভাবেই নিস্ক্রিয় করে দেয়। পরে পিসি চালু হয়ে গেলে এটি আবার প্রয়োজনীয় Program গুলো চালু করে দেয়। কেবল Start-Up Program-ই নয়, পিসিতে রান করা যেকোন ধরণের Program এ কোনো সমস্যা থাকলে সেটিও জানিয়ে দিতে পারে Soluto। তাছাড়া পিসি’র পারফরম্যান্স বাড়িয়ে দিতে যদি কোনো Program Install করার প্রয়োজন হয়, সেটিও Notification-র মাধ্যমে এটি জানিয়ে দিতে সক্ষম। Program বা Software-র ক্ষেত্রেই নয়, Soluto পিসি’র Hardware-র কোনো সমস্যা থাকলে সেটি যথাসময়ে জানিয়ে দেয় এটি। আবার Operating System-র কোনো Update প্রয়োজন হলে সেটিও ব্যবহারকারীর অজানে-ই করে দেয় এই Program। এর মাধ্যমে একইসাথে পাঁচটি পর্যন- পিসি মনিটরিং করার যায়। পিসি’র অনাকাঙ্খিত সব Problem দূর করতে এটি হতে পারে আপনার সহায়। Soluto Link থেকে Download করা যাবে Soluto।