কম্পিউটারে HANG সমস্যা সমাধান করুন


যারা Windows XP ব্যবহার করেন তারা প্রাইয় Not Responding নামক একটি বার্তা পেয়ে থাকেন।তখন ক্লোজ ক্লিক করতে হয়।এ সমস্যা থেকে নিম্নোক্ত ভাবে মুক্তি পেতে পারেন।
জন্য Start > Run > regedit লিখে OK
করুন ।এবার HKEY_CURRENT_USER > CONTROL PANEL >
DESKTOP ঠিকানায় যান ।এখন ডানপাশের AutoEndTask অপশনে দুইবার ক্লিক করুন।Value Data হিসেবে 0 এর পরিবর্তে 1 দিয়ে OK করুন
হ্যাং সমস্যার সমাধান।