যারা Windows XP ব্যবহার করেন তারা প্রাইয় Not Responding নামক একটি বার্তা পেয়ে থাকেন।তখন ক্লোজ ক্লিক করতে হয়।এ সমস্যা থেকে নিম্নোক্ত ভাবে মুক্তি পেতে পারেন।
এ জন্য Start > Run > regedit লিখে OK
করুন ।এবার HKEY_CURRENT_USER > CONTROL PANEL >
DESKTOP ঠিকানায় যান ।এখন ডানপাশের AutoEndTask অপশনে দুইবার ক্লিক করুন।Value Data হিসেবে 0 এর পরিবর্তে 1 দিয়ে OK করুন ।
হ্যাং সমস্যার সমাধান।