এলো হ্যারি পটারের ই-বুক


প্রথম বারের মতো জে কে রাওলিংয়ের সাড়াজাগানো উপন্যাস “হ্যারি পটার”-এর ই-বুক সংস্করণ বাজারে এসেছে। হ্যারি পটারের জনক জে কে রাওলিংয়ের মালিকানাধীন অনলাইন ষ্টোর http://shop.pottermore.com থেকে এসব ই-বুক ডাউনলোড করতে পারবেন পাঠকরা। ইতিমধ্যে হ্যারি পটারের সাতটি বই সারা বিশ্বে বিক্রি হয়েছে প্রায় ৪৫ কোটি। দীর্ঘদিন থেকেই ই-বুক ফরম্যাটে হ্যারি পটারের বই পড়ার সুযোগের অপেক্ষায় ছিলেন অগণিত পাঠক।
ই-বুকগুলো কিন্ডল, ইরিডার, ট্যাবলেট কম্পিউটার, স্মার্টফোন এবং ডেস্কটপ কম্পিউটারে ডাউনলোড করা যাবে।