পেনড্রাইভ দিয়ে লক করুন আপনার কম্পিউটার

আপনি পেনড্রাইভ দিয়ে আপনার কম্পিউটার লক এবং আনলক করতে পারবেন। যখন কম্পিউটার চালু করবেন, তখন পেনড্রাইভ ঢুকালে কম্পিউটার চালু হবে নতুব হবে না। কেউ যদি আপনার পেনড্রাইভ ছাড়া কম্পিউটার চালু করে তাহলে Access Denied দেখাবে।
যেভাবে করবেন :
১ম ধাপ : আপনাকে প্রথমে Predator নামক সফট্‌ওয়্যারটি ডাউনলোড করতে হবে।


২য় ধাপ : Predator সফট্‌ওয়্যারটি ডাউনলোড করার পর তা চালু করুন। চালু করার পর আপনার পেনড্রাইভ টি ইউএসবি পোর্টে ঢুকান। Don't Worry আপনার পেনড্রাইভে রক্ষিত ডাটার কোন প্রকার ক্ষতি হবে না। তাই নিশ্চিনে- আপনার ব্যবহৃত পেনড্রাইভ দিতে পারেন। আপনি যখন পেনড্রাইভ ঢোকাবেন তখন একটা ডায়ালগ বক্স আসবে। এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। পাসওয়ার্ড সেট করার পর Ok ক্লিক করুন।


৩য় ধাপ : এখন Preference এ কিছু সেটিংস সেট করে নিন। প্রথমে New Password এ একটা নতুন পাসওয়ার্ড দিন। কারণ যদি আপনি আপনার পেনড্রাইভ হারিয়ে ফেলেন, তাহলে এই পাসওয়ার্ড এর সাহায্যে আপনি আপনার পিসি খুলতে পারবেন। এবার সর্বশেষ Flash Drive অপশনে আপনার ঢোকানো ড্রাইভটির লেটার সিলেক্ট করে দিন। দিয়ে Create Key এ ক্লিক করুন। 


৪র্থ ধাপ : উপরে Create Key- এ ক্লিক করার পর Predator বন্ধ হয়ে যাবে। পুনরায় চালু করুন ডেক্সটপে টাস্কবারে Predator আইকনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড পর Predator আইকন টি সবুজ রঙের হবে। এটার মানে হল Predator এখন অ্যাকটিভ আছে। প্রতি ৩০ সেকেন্ড পর পর Predator চেক করবে যে আপনার পেনড্রাইভ লাগানো আছে কিনা। যদি লাগানো না থাকে তাহলে আপনার পিসি আবার লক হয়ে যাবে। আপনি যদি Predator Pause করতে চান তাহলে Pause Monitoring এ ক্লিক করুন। কেউ যদি আপনার পিসি লক অবস'ায় চালু করতে যায়, তাহলে আপনি তার লগ ও দেখতে পাবেন। Predator এর লগ সেকশনে।

আপনার ছবি দ্বারা তৈরী করুন আপনার কম্পিউটারের পাসওয়ার্ড। অর্থাৎ আপনি আপনার কম্পিউটারের সামনে গেলেই খুলে যাক...............

Windows 7, Vista ও XP User Operator-রা ব্যবহার করতে পারবেন।

XP User Operator- নামক সফটওয়্যারটির কাজ হল আপনার ছবিকে পাসওয়ার্ড হিসেবে স'াপন করা। আপনি আপনার ছবিকে প্রথমে কম্পিউটার কে চিনিয়ে দিবেন আর তারপর কম্পিউটার আপনাকে দেখলেই নিজে নিজেই আনলক হয়ে যাবে। আজকাল মানুষ মানুষকে ভূলে যায়। আর ভূলে যাওয়াটাই স্বাভাবিক। কিন' এই সফট্‌ওয়্যারটি আপনাকে ভূলবে না।

Software- টির বৈশিষ্ট্য হলো :
১. খুব দ্রুত আপনার Face Detect করতে সক্ষম।

২. কম্পিউটার এর সামনে আপনি বসে থাকলে পাসওয়ার্ড দেয়ার ঝামেলা নেই।
৩. কেউ যদি আপনার অগোচরে কম্পিউটার আনলক করতে যায় তাহলে তার ছবি তুলে রাখে এই সফটওয়্যারটি।
৪. একই সাথে আপনি কয়েকজনের ছবি দিয়ে রাখতে পারবেন এবং শুধু তারা সামনে আসলেই কম্পিউটার আনলক হবে।



Key Lemon-Windows-7 :

Key Lemon System Requirements:

v     Operating Systems :
Ø      Windows XP Sp2/Sp3
Ø      Windows Vista
Ø      Windows 7

v     Minimum hardware Requirements :
Ø      Pentium 500 MHz (Recommended : Pentium 1GHz or greater)
Ø      100 MB RAM (Recommended : 128 MB RAM or greater)
Ø      50 MB hard drive space.

USB Webcam or Integrated Webcam (Laptop)

এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্কটি 4shared.com এ দেওয়া। এখান থেকে ডাউনলোড করতে গেলে আপনাকে সাইন আপ করতে বলবে। সাইন আপ করে সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক নিয়ে ডাউনলোড করতে হবে।

Windows 7 ও Vista Users সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Windows XP Users সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

যেভাবে ডাউনলোড করবেন :
প্রথমে লিঙ্কটিতে ঢুকুন। তারপুর ডানপাশে Sing in এ ক্লিক করুন ও তারপর Email ও Password । Tab টি বন্ধ না করে আপনি নিচের দেওয়া লিঙ্ক টাতে ক্লিক করুন। এরপর ডাউনলোড এ ক্লিক করুন। ২০ সেকেন্ড অপেক্ষা করার পর আপনার কাঙ্খিত ডাউনলোড শুরু হবে।

যেভাবে সেট আপ করবেন :
১. Windows 7 Users এর কোন ঝামেলা নেই সেট আপ করুন তারপর নিজের মডেল ADD করুন। তারপর থেকে নির্দ্বিদায় ব্যবহার করুন।
২. Windows XP Users- রা প্রথমে সেট আপ করুন তারপর Crack ফাইলটি Setup directory তে পেষ্ট করুন। পেষ্ট করতে গেলে রিপ্লেস করতে বলবে। নির্দ্বিদায় রিপ্লেস করে দিন, আর ব্যবহার করুন।


Computer Power Problem Solution



+  Problem-1 : কম্পিউটার ও মনিটরে পাওয়ার আসে না।
কারণ
* পাওয়ার কর্ড খারাপ থাকতে পারে।
* পাওয়ার সাপ্লাই খারাপ।
* কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে পাওয়ার কানেকশন লুজ থাকতে পারে।
সমাধান
* মাল্টিমিটারের সাহায্যে পাওয়ার কর্ডের পরিবাহিতা পরীক্ষা করতে হবে। সমস্যা থাকলে পরিবর্তন করুন।
* পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান ঘুরছে কিনা পরীক্ষা করুন। এর আউটপুট ভোল্টেজ +5V, -5V, +12V এবং -12V পরীক্ষা করুন। প্রয়োজনে পরিবর্তন করুন।
কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে পাওয়ার কানেকশনটি পরীক্ষা করুন। লুজ থাকলে সেটি মজবুত করে লাগিয়ে দিন।
* সকেটের প্লাগের কানেকশন ত্রুটি পেলে তা ঠিক করে নিন।
+  Problem-2 : কম্পিউটারে পাওয়ার আসে না (প্রসেসর এর Cooling Fan ঘুরে না) কিন' মনিটরে পাওয়ার আসে (মনিটরের পাওয়ার আলাদা নয়, কম্পিউটারের পিছন থেকে নেয়া হয়েছে বা মনিটরের পাওয়ার আলাদা ক্যাবল এর মাধ্যমে নেয়া হয়েছে)। ।
কারণ
পাওয়ার সাপ্লাই খারাপ হতে পারে।
* মাদারবোর্ড খারাপ হতে পারে।
* পাওয়ার সুইচ খারাপ হতে পারে।
সমাধান
পাওয়ার সাপ্লাই পরীক্ষা করুন। দেখনু এর কুলিং ফ্যান ঘুরছে কিনাপ্রয়োজনে এর ফিউজ খুলে পরীক্ষা করুন।
পাওয়ার সাপ্লাই ঠিক থাকলে মাদারবোর্ড পরীক্ষা করুন। কখনো কখনো মাদারবোর্ডের কানেকশন ঢিলা থাকলে এমনটি হতে পারে।
ATX পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এর সুইচিং মাদারবোর্ডের মাধ্যমে হয়ে থাকে। আবার কখনো পাওয়ার সুইচটিও খারাপ থাকতে পারে। এক্ষেত্রে Reset সুইচ এর Connector টি Power Connector লাগিয়ে পরীক্ষা করুন।
সকেটের প্লাগের কানেকশন ত্রুটি পেলে তা ঠিক করে নিন।
+  Problem-3 : পাওয়ার লাইন ঠিক আছে কিন' কম্পিউটারে পাওয়ার আসে না।
কারণ
পাওয়ার সাপ্লাই ইউনিটের ফিউজ পুড়ে যেতে পারে।
* সার্কিট ভালভাবে কাজ করে না।
সমাধান
পাওয়ার সাপ্লাই ইউনিটের ফিউজ পুড়ে গেছে কিনা তা চেক করে দেখুন। প্রয়োজনবোধে তা Replace করুন।
পাওয়ার সাপ্লাইটি খুলে সার্কিটটি বাহ্যিকভাবে খুব ভাল করে দেখা প্রয়োজন যে কোন পার্টস যেমন রেজিষ্ট্রার ডায়োড ট্রানজিস্টার ক্যাপাসিটর অথবা অন্য কোন ছোট পার্টস পড়ে গেছে কিনা। যদি কোন কিছু পড়ে থাকে তবে তা ঐ মানের পার্টস অথবা সেন্টার সমতুল্য কোন পার্টস দ্বারা Replace করতে হবে।
* উপরোক্ত উপায়ে যদি সমস্যার সমাধান না হয় তবে মাল্টিমিটারের মাধ্যমে এর বিভিন্ন সন্দেহজনক পার্টস মেপে দেখতে হবে এবং কোন পার্টসের সমস্যা পাওয়া গেলে সেটিকে অনুরূপ পার্টস দ্বারা প্রতিস'াপন করতে হবে।
* অনেক ক্ষেত্রে Dry-Soldering এর কারণে সার্কিট ভালভাবে কাজ করে না। এক্ষেত্রে সেটি ভাল করে আবার সোল্ডারিং করা উচি
+  Problem-4 : খালি পায়ে কম্পিউটারে হাত দিলে শক করে। কখনও কখনও মনিটরের স্ক্রিনে ছুঁলেও শক করে।
কারণ
কম্পিউটার আর্থিক করা নাই।
সমাধান
কম্পিউটারটিকে আর্থিক করতে হবে। কম্পিউটারের এবং মনিটরের পাওয়ার সাপ্লাই ক্যাবল/কর্ড কখনও দুই পিনের ব্যবহার করবেন না।
* ৩ পিনের পাওয়ার সাপ্লাই ক্যাবল/কর্ড ব্যবহার করুন এবং এর আর্থিং পিন বা তৃতীয় পিনে আর্থিং ব্যবহার করুন। কোন কোন ফ্ল্যাট বা বাড়িতে ৩ পিনের পাওয়ার সাপ্লাই আউটলেট লাগানো থাকে। কম্পিউটারের জন্য সেগুলো ব্যবহার করুন।
* যদি ৩ পিনের পাওয়ার সাপ্লাই আউটলেট না থাকে তবে তৃতীয় পিনে নিজেই আর্থিং বানিয়ে ব্যবহার করুন। উল্লেখ্য যে বাসা বাড়িতে অধিকাংশ যন্ত্রপাতিতে যেমন টেলিভিশনে আর্থিং না থাকায় বজ্রপাতে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। অতএব ইলেক্ট্রনিক বা ইলেক্ট্রিক যন্ত্রপাতিতে আর্থিং ব্যবহার করা বাঞ্চনীয়।
+  Problem-5 : কম্পিউটার বার বার হ্যাং হয়ে যায়?
কারণ
পাওয়ার সাপ্লাই ইউনিট পুড়ে গেলে এ ধরণের সমস্যা দেখা দিতে পারে।
* পাওয়ার সাপ্লাই এর কোন ইউনিট নষ্ট হয়ে থাকতে পারে।
* প্রসেসর বা মাদারবোর্ডের সাথে গ্রাফিক্স কার্ড কম্পাটিবল না হয়ে থাকতে পারে।
সমাধান
ভালো কোন পাওয়ার সাপ্লাই লাগিয়ে পরীক্ষা করুন। সমস্যা পেলে আপনার নষ্ট পাওয়ার সাপ্লাইটি বদলে ফেলুন। 
* গ্রাফিক্স কার্ড কম্পাটিবল না হলে বায়োস সেটআপে ঢুকে এজিপির ইন্টারফেস এক্স বা ২ এক্স থাকলে সেটি পরিবর্তন করে দেখা যেতে পারে।
+  Problem-6 : কম্পিউটার শার্ট ডাউন করলে সেটি রেজিষ্টার্ড হয়।
কারণ
পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা থাকতে পারে।
সমাধান
ভালো কোন পাওয়ার সাপ্লাই দিয়ে পরীক্ষা করে দেখুন। ঠিক হয়ে গেলে আপনি নিশ্চিত হবেন যে আপনার বিদ্যমান পাওয়ার সাপ্লাইটি ত্রুটিপূর্ণ। তাই এটি বদলে ফেলুন।